মোঃতৌহিদুর রহমান,ক্রাইম রিপোর্টার,যশোর।
স্ট্রোক থেকে মুক্তির যাদুকরী ইঞ্জেকশন এল্টিপ্লেস। বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত, অসুস্থ হওয়ার সাড়ে ৪ ঘন্টার মধ্যে ইঞ্জেকশনটি দেয়া হলে বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারেন রোগীরা। সূত্র : এখন টিভি।
ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে দেখা হয় চিকিৎসাধীন পরিতোষ দাসের সঙ্গে। জানালেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ নিয়ে সিকিউরিটির দায়িত্ব পালন করছিলেন তিনি। কয়েকদিন আগে রাতের বেলা হঠাৎ করেই বমি হয়। দুর্বল হয়ে অবশ হতে থাকে শরীরে বাম হাত-পা। মুখ বেঁকে যায়। জড়িয়ে আসে কথা।’
থাকে। মনে করুন, একজন রোগীর স্ট্রোক হয়েছে এখন। হসপিটালে যেতে দেরি করছি ৩/৪ ঘন্টা। তাহলে এই সময়ের মধ্যে কত সংখ্যক নিউরন ড্যামেজ হচ্ছে- ধারণা করুন। আমরা আসলে এইগুলো দেখিনা। তাই বুঝেও আসেনা। আজকে আমাদের সামনে যদি কোন অ্যাক্সিডেন্ট হয়, একজন মানুষের স্কিন থেকে ব্লিডিং হতে থাকে। আপনি/আমি কিন্তু ওইটাকে বন্ধ করার জন্য অস্থির হয়ে পড়বো। টেনশন একটাই- যেমনেই হোক রক্ত পড়া বন্ধ করতে হবে।
তিনি আরও জানান, অথচ দেখুন, স্ট্রোকের ফলে আমার/আপনার এত বড় ক্ষতি হচ্ছে। প্রতি মিনিটে ২০ লাখ নিউরন ড্যামেজ হচ্ছে। অথচ আমরা নির্বিকার। কবিরাজী চিকিৎসা নিচ্ছি। কিংবা বাসায় বসে আছি। প্রপার টাইমে, প্রপার কাজটা যদি করতে না পারি- তাহলে তো রোগীটা আমার পারমানেন্ট বিকলাঙ্গ হবে। অথবা আমরা বাঁচাতেই পারবো না।
স্ট্রোকের রোগীদের যথাসময়ের মধ্যেই হাসপাতালে পৌঁছাতে সড়কে বিশেষ লেন চালুর পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, এ ধরনের রোগীদেরকে যদি আমরা সঠিক সময়ে হাসপাতালে আনার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু অনেকের জীবন বাঁচাতে সক্ষম হবো। যে সুযোগটা ঢাকা শহরে নাই। অথচ, পৃথিবীর প্রায় সব দেশেই অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রুট আছে। এটা আমাদের দেশেও হওয়া দরকার।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারিভাবে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কোন কোন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে ৫০ হাজার টাকা সমমূল্যের এই ইঞ্জেকশন। যা অসহায় রোগীরা পেয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। রোগীদের বাঁচাতে সারাদেশের সব বড় হাসপাতালে ইঞ্জেকশনটি সহজলভ্য করার জোরালো আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.