
রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
সাফল্যের চূড়ায় বরেণ্য ব্যাংকার! কেন্দ্রীয় নেতৃত্বে আলোড়ন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোনালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন জেবিএবি (JBAB) কেন্দ্রীয় কমিটিতে এলো বড় রদবদল! সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, সফল ব্যাংকার জনাব মোঃ শাহজাহান সিরাজ জেবিএবি-কে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বভার অর্পণ করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাংক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য!
পূর্বের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মাহবুব সোহেল বাপ্পি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী গুরুতর কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে বহিস্কৃত হওয়ার ফলেই এই শীর্ষ পদটি শূন্য হয়। সাবেক সভাপতি সংগঠনের নিয়ম লঙ্ঘনের কারণে জনাব মাহবুব সোহেল বাপ্পিকে পদ থেকে অপসারণ করা হয়। তৎক্ষণাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শাহজাহান সিরাজকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়।
সোনালী ব্যাংকের কেন্দ্রীয় নেতৃত্বের এই শীর্ষস্থানে আসীন হওয়ায় নিজ জন্মভূমি ঝিনাইদহে আনন্দের ঢেউ লেগেছে।তাঁর এই অর্জন ঝিনাইদহের মাটিকে গর্বিত করেছে। জনাব শাহজাহান সিরাজ আমাদের ৪নং পারবতীপুর ওয়ার্ডের বরেণ্য সন্তান। তাঁর মতো সফল ব্যাংকারের নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।"
ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌরসভার ৪নং পারবতীপুর ওয়ার্ডের কৃতী সন্তান তিনি,জেবিএবি সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
জনাব মোঃ শাহজাহান সিরাজের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রাপ্তি উপলক্ষে জেবিএবি-এর সর্বস্তরের সদস্যসহ দেশের ব্যাংকিং কমিউনিটির পক্ষ থেকে তাঁকে জানাই উষ্ণ অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা। তাঁর গতিশীল নেতৃত্বে সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে, এই প্রত্যাশা সকলের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.