নিজস্ব প্রতিবেদক, ফেনী (প্রতিনিধি):
ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর বাজারে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে দুটি সুইচগিয়ার টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, ত্রাস সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
অভিযানকালে জনসমাগমস্থলে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। পরে আটককৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতদের পরিচয়
১। আসিফ (২৪), পিতা করিমুল হক, সোনাপুর।
২। সৈকত (২০), পিতা নুর আলম, চর ডুব্বা।
৩। রাজু (২০), পিতা আব্দুল হক, চর লামছি।
৪। জাহেদ (২১), পিতা নুরুল আফছার, চর সোনাপুর।
৫। সাগর (১৯), পিতা রুবেল, দক্ষিণ সোনাপুর।
৬। তৌহিদুল ইসলাম ওরফে শিপন (২১), পিতা নিজাম উদ্দিন, পূর্ব সুজাপুর, সোনাগাজী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.