 
    
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:ফেনী জেলা প্রশাসক ফুটবল টুনামেন্টে সোনাগাজী উপজেলা চ্যাম্পিয়ন হলে ফেনী সদরের কি ক্ষতি! 
শান্তিপূর্ণ জেলা প্রশাসক ফুটবল টুনামেন্টে কারা  উস্কানিমূলক কাজ করেছে,তা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জানা দরকার।
আজ ফুলগাজী উপজেলার সাথে যে, ঘটনা ঘটানো হলো! তর্ক বির্তক, ধাওয়া-পাল্টা ধাওয়া,  গাড়ীর গ্লাস ভাংচুর কেন ঘটলো! ফেনীর জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট কমিটির সদস্য বা দায়িত্বশীলরা  উত্তর দিতে পারবেন কি?
সোনাগাজী ফেনী সদরে মেহমান, আপনারা ফুটবল টুনামেন্টের আয়োজন করেছেন। সোনাগাজী উপজেলা খেলোয়াড়ের ভূমিকায়। সোনাগাজী নিজ যোগ্যতা বলে মাঠে খেলা দেখিয়ে জয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে কিছু লোক ফুলগাজীর দর্শকদের উসকানি দিয়ে মাঠে এবং সড়কে উত্তেজনা তৈরি করিয়ে দেওয়ার হেতু কি! কি লাভ! সবাই তো আপনাদের দলেরই লোক!
সোনাগাজীর সাথে আপনাদের সেতুবন্ধন দীর্ঘদিনের।
 একে অপরের পরিপূরক। তাহলে কেন ফেনীর কিছু লোক  ফুলগাজীর পক্ষ নিয়ে সোনাগাজীর ইউএনও, খেলোয়াড়দের সাথে অসৎ আচার-আচরণ করে পরিস্থিতি ঘোলাটে করতে হবে! খেলাধুলা আনন্দের! নিরানন্দ বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নয়! ব্যক্তি কেন্দ্রীক হিংসা, পরিহার করে সামষ্টিক ভাবে ফেনীর জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট যেন যথাযথ হয়।
এটুকু সকল দায়িত্বশীল সকল দল ও মতের নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.