মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সভা শনিবার সকালে সোনাগাজী প্রি- ক্যাডেট ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রহিম উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আল হেলাল একাডেমী কেজি শাখার প্রধান শিক্ষক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ৮ নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুদ্দীন।
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রচার সম্পাদক আজগর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, সোনাগাজী প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শেখ আবদুল হান্নান। #
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সহ- সভাপতি যদু লাল সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সোনাগাজী প্রি- ক্যাডেটে ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক ও এসোসিয়েশনের উপদেষ্টা আবুল কাশেম সহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর পরিচালক, প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বিগত দিনের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন পরবর্তী আগামী নির্বাচনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এবং আগামী ৩০ আগস্ট এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.