সোনাগাজী উপজেলা ইমাম পরিষদ’র কমিটি ঘোষণা

- আপডেট সময় : ০১:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনীর সোনাগাজীতে উপজেলা ইমাম পরিষদের কমিটি ঘোষণা শুক্রবার বাদ আছর সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা ইমাম পরিষদের আহবায়ক মূফতি ইলিয়াস বিন নাজেম, সদস্য সচিব মাওলানা আব্দুল্যাহ, সদস্য মাওলানা আবুল খায়ের মাসুম, ফেনী সদর উপজেলা সভাপতি মাওলানা আইয়ুব, সম্পাদক মাওলানা আবদুল হাই, সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দিন।
এসময় উপজেলা সভাপতি হিসেবে দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক হিসেবে কদমতলা মদীনাতুল উলুম নূরীয়া মাদরাসার পরিচালক মাওলানা রহমত উল্যাহ।
এছাড়াও সহসভাপতি হিসেবে মাওলানা ইয়াছিন কাসেমী, মূফতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন, সহ সাংগঠনিক মাওলানা সোলতান আহমদ, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, সহ অর্থ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা মূফতি ফয়েজ উল্যাহ, সহ দপ্তর মাওলানা আহমেদ উল্যাহ ফুয়াদ সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
মাওলানা রহমত উল্যাহ বলেন, ইমামদের যোগ্য সম্মান ও তাদের বিভিন্ন বিষয়ে আমরা সংঘবদ্ধভাবে কাজ করবো। অনেক স্থানে ইমামদের লাঞ্চনা করা হয়। তার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো।