
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
সোনাগাজী যুবলীগ কর্মি শাহ জাহান সাজু কে ঢাকায় অপহরণ করে নির্যাতন ও টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গত ২২ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর ভাষানটেক এলাকা থেকে তাকে ৮/১০জন লোক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে উঠিয়ে নিয়ে যায়, পরে একটি মাংশ বিক্রির কষাই দোকানে হাত পা বেধে আটকে রেখে নির্যাতন করে, পরে এলাকার এক বড় ভাইয়ের সহযোগীতায় টাকা লেনদেন করে তাকে ছাড়িয়ে নেয়া হয়।
শাহজাজান সাজু সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ড বাখরিয়া গ্রামের ওয়ালি মিজি বাড়ীর
আবদুল মোতালেবের পুত্র।
সে যুবলীগের রাজনিতীর সাথে জড়িত, আওয়ামীলীগ সরকার পতনের পর গ্রেফতার হয়েছিলেন, পরে জামিনে বের হয়ে ঢাকায় অবস্থান করছেন।
শাহজাহান সাজু সাথে বাংলাদেশ চিত্র প্রতিনিধির সাথে আলাপ কালে জানিয়েছেন
শাহজাহান সাজু বলেন, যারা আমাকে উঠিয়ে নিয়েছে তাদের গায়ে কোন বাহিনীর পোশাক ছিলনা এবং কোন অফিসেও আমাকে নেয়নাই, আটকে রেখে নির্যাতন করে পরে ছেড়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.