
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী;ফেনীর সোনাগাজীতে কাস্টমস কমিশনার (অব.) মোহাম্মদ এনামুল হককে সভাপতি করে মুন্সি খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ ও উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে।
‘আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব’—নেপোলিয়ান বোনাপার্টের এই অমর বাণীকে ধারণ করে বিদ্যালয়টির নতুন কমিটি নারী শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে কাজ করবে।
সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন, “একজন শিক্ষিত নারী একটি পরিবারকে শিক্ষিত করে তোলে। সমাজ ও জাতির অগ্রযাত্রায় নারী শিক্ষার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, সোনাগাজীর আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। নতুন প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্পৃক্ততা, দুর্বল শিক্ষার্থীদের উৎসাহমূলক সহায়তা, এবং গল্প, কবিতা, খেলাধুলা, বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া, অবকাঠামোগত উন্নয়ন যেমন—নতুন শ্রেণিকক্ষ, ছাত্রাবাস-ছাত্রীনিবাস, আইসিটি ও রসায়ন ল্যাব, লাইব্রেরি, শিক্ষকদের আবাসন—নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার ও উপকরণ সহায়তা, পরিবহন সুবিধা এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও কাজ করবে কমিটি।
পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোহাম্মদ মহসিন ও বোরহান উদ্দিন; সদস্য-সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক; সদস্য হিসেবে মোঃ গোলাম আজম, মোঃ গোলাম মাওলা, মোঃ জাহাঙ্গীর আলম (শাকিল), মোঃ মোরশেদ আলম (প্রিন্স), মোঃ জাহিদুল ইসলাম (হিরন), মোঃ জসিম উদ্দিন খান, মোঃ জাবেদ মামুন, মোঃ ওমর ফারুক ও মোঃ সহিদ উল্লাহ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. মোহাম্মদ নূর উল্যাহ, শেখ ইকবাল হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ মোশাররফ হোসেন, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মনজুর হোসেন বাবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তফা ও ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
কমিটির সদস্যরা জানিয়েছেন, সোনাগাজী উপজেলায় নারী শিক্ষার প্রসার, মানোন্নয়ন ও বিদ্যালয় উন্নয়নই হবে তাদের প্রধান লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.