মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের বিজয়নগরে প্রবাসী জসিম উদ্দিন ও নাছির উদ্দিনের নির্মাণাধীন পাকা দেয়াল ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার নুর নবী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ঘটনার পর প্রবাসীর পিতা মফিজুর রহমান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ভূমি বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে সামাজিকভাবে বৈঠক ডেকে জমির সীমানা নির্ধারণও করা হয়। উভয় পরিবারই তখন সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল।
কিন্তু সম্প্রতি প্রবাসী জসিম উদ্দিন নিজ বাড়িতে পাকা দেয়াল নির্মাণ কাজ শুরু করলে প্রতিপক্ষ নুর নবী ও তার সহযোগীরা বাধা দেয় এবং নির্মাণাধীন কলম ও বিম ভাঙচুর করে। এ ঘটনায় মফিজুর রহমান বাদী হয়ে নুর নবী, তার ছেলে সাইফুদ্দিন তারেকসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
প্রবাসী জসিম উদ্দিন বলেন, “কোনো কারণ ছাড়াই হিংসার বশবর্তী হয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে তারা। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই এবং তাদের হিংসাত্মক কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে চাই।”
এ বিষয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.