সোনাগাজীতে স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টান্তমূলক নরমাল ডেলিভারি

- আপডেট সময় : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মোহাম্মদ হানিফ, ফেনী;যেখানে অধিকাংশ হাসপাতালে সিজারিয়ান ছাড়া সন্তান প্রসব প্রায় অসম্ভব হয়ে উঠেছে, সেখানে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ২৪ ঘণ্টায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।
এর আগে এ হাসপাতালে এমন সফল নরমাল ডেলিভারির নজির ছিল না। দীর্ঘদিন ধরে প্রসূতিদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা প্রায়শই সিজারের সিদ্ধান্ত নিতেন। কিন্তু সরকারি উদ্যোগের ফলে এখন নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে, যা মা ও নবজাতকের সুস্থতার জন্য ইতিবাচক দিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, বেসরকারি হাসপাতালে এখনও অনেক ক্ষেত্রেই রোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে সিজারের দিকে ঠেলে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে অপ্রয়োজনীয় ঝুঁকি ও ব্যয় বাড়ছে, যা সাধারণ মানুষের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম জানান—
“ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ রুবায়েত বিন কবির মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের মিডওয়াইফগণ নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির এই উদ্যোগ প্রসূতি ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে।