সোনাগাজীতে সাংবাদিকদের সঙ্গে সান জেনারেল হাসপাতালের মতবিনিময়
- আপডেট সময় : ১০:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার:
সার্ভিসের খরচ কমিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সুবিধা বাড়ানোর উদ্যোগ ঘোষণা
সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সান জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। সভায় হাসপাতালের উন্নয়ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার ফরিদ ভূঞা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তোহিদুর রহমান, ডাঃ দেলোয়ার হোসেন হেলাল এবং ডাঃ এনায়েত উল্লাহ রুবেল।
তারা জানান, সোনাগাজীর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালের এই উদ্যোগের মধ্যে রয়েছে—
মাত্র ২০০ টাকায় দিন-রাত এমবিবিএস ডাক্তার দেখার সুবিধা,
সকল পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ ছাড়,
নরমাল ডেলিভারি ৮,০০০ টাকায় এবং সিজার ১৭,০০০ টাকায়,
ফার্মেসিতে সকল ওষুধে ৫ শতাংশ ছাড়,
ভর্তি রোগীদের জন্য নামমাত্র মূল্যে সাধারণ বেড ও কেবিনে থাকার সুযোগ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এসব উদ্যোগ সোনাগাজীর সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে সাহায্য করবে এবং এলাকার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।















