নিজস্ব প্রতিবেদক, (ফেনী):
ফেনীর সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নে উপমা ফাউন্ডেশনের আয়োজনে উপমা বিদ্যা নিকেতনের ৭জন ও আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার বিকেলে আর এম হাট কে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপমা ফাউন্ডেশনের চেয়ারম্যান রহিম উল্যাহ চৌধুরী সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিপি সহকারী পরিচালক আরাফাতুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হানিফ, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আর এম হাট কে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্মা রাণী রায়, প্রকৌশলী চঞ্চল দে সরকার, সিনিয়র শিক্ষক আইয়ুব আলী, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, অভিভাবক মোতাহের হোসেন মোঃ শাহাজাহান, ফাউন্ডেশনের সহ সভাপতি আরিফুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ করেন, সংবর্ধিত ছাত্র দিগন্ত চন্দ্র দাস, আবিদ হোসেন, তাসনিয়া সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর উল্যাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.