সোনাগাজীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

- আপডেট সময় : ০৭:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা,স্টাফ রিপোর্টার:সোনাগাজীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাসোনাগাজীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা সভা বুধবার বিকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবরের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ।
পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ চেয়ারম্যান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পারভেজ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর সিদ্দিক মারুফ, পৌরসভা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী।
সভায় উপজেলার সকল ইউনিয়ন থেকে হাজারো নেতা কর্মি অংশ গ্রহন করেন।