সোনাগাজীতে প্রধান শিক্ষক মেজবা উদ্দিনকে রাজকীয় বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী:–বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে অবসর গ্রহণ; মোটরসাইকেল বহরে ফুল ও ক্রেস্ট দিয়ে বাড়ি পৌঁছে দিলেন শুভাকাঙ্ক্ষীরা
সংবাদ:
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি ডুব্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবা উদ্দিনের অবসরজনিত বিদায়কে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর উদ্যোগে রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জি এম নাহিদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম তাহেরুল ইসলাম।
সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফিরোজ কবির, স্থানীয় সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি সুলতান, সাধারণ সম্পাদক ও সুলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকের আহমেদ।
এছাড়া শরীয়ত উল্যাহ, জসীম উদ্দিন, নুর ইসলাম খান, শহীদ উল্যাহ, আতা উল্যাহ, জি এম নাজমুল হাসান, জসীম উদ্দিন, এমদাদুল হক ও হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনায় অংশ নেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজশ্রী শীল, রোজিনা আক্তার, আরাফাত,



















