সংবাদ শিরোনাম :
সোনাগাজীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫দপা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোনাগাজীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
আসরের নামাজের পর সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর-শহরের প্রধান সড়ক পদক্ষিন করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হন।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফার সভাপতিত্বে ও সেক্রেটারী মাস্টার বদরোদ্দৌজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমির ফখর উদ্দিন।
বক্তব্য রাখেন, সোনাগাজী পৌরসভা জামায়াতের আমির মাওলানা কালিম উল্লাহ, সেক্রেটারী মহসিন ভূঞাঁ, সাবেক পৌরসভা কাউন্সিলর আবদুল মান্নান, উপজেলা শিবির সভাপতি মোঃ নোবেল সহ নেতৃবৃন্দ।