সোনাগাজীতে গাছকাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৩:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোয়াগ গ্রামে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় পড়ে মুসা খান (২৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসা খানসহ কয়েকজন শ্রমিক একটি বড় গাছ কাটার কাজ করছিলেন। গাছটি পড়ার সময় অসাবধানতাবশত এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মুসা খানের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মুসা খান পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। গাছ কাটার সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
— দৈনিক বাংলাদেশের চিত্র




















