
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
২০০৬ সালের ২৮ অক্টোবর সালে বিএনপি জামায়াত ৪ দলীয় ঐক্যজোটের ৫ বছর ফুর্তি উপলক্ষে আয়োজিত ঢাকার পল্টনে জামায়াতের সমাবেশে লগী বৈঠার হামলার প্রতিবাদে খুনিদের বিচার দাবীতে সোনাগাজীতে পৌর জামায়াতে ইসলামী উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সোনাগাজী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে পশ্চিম বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওঃমোস্তফা ২৮ অক্টোবর জামায়াত শিবির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ৫৬ জন নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি লগী বৈঠার খুনীদের বিচার নিশ্চিত করতে অন্তবর্তী সরকারের নিকট দাবী জানান।
একইসাথে বিচার কার্যক্রম শেষ করেই নির্বাচন দিতে আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওঃকালিমুল্লাহ।এত প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্জিঃ ফখরুদ্দিন,উপজেলা সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা, পৌর সেক্রেটারি মহসিন ভুইয়া।
এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.