সৈয়দপুর সরকারি কলেজে গ্রীন ভয়েসের বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

নীলফামারী, প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে গ্রীন ভয়েস সৈয়দপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দেওয়া যেতে পারে) কলেজ প্রাঙ্গণে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কলেজের অন্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দও উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।
সংগঠনটির এ কার্যক্রম স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে।
গ্রীন ভয়েসের নেতৃবৃন্দ জানান,
“প্রতিটি তরুণ যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া সম্ভব।”



















