রাজ রোস্তম আলী
"সে প্রেম কুঞ্জে
অনন্যতা চিরহরি "
লেখক/কবি :- শেখ তিতুমীর আকাশ।।
মাতাল বাতাস আমরি কব্য কবিতায় দেয় ইশারা,
মুই তো একেলা ঘরে তোমার স্পর্শে—
সেদিন হয়ে ছিলেম পরম সুখে আত্নহারা...
বলিতে কি পার সখা একি প্রেম নাকি তোমার মায়া।।
ছায়াঘেরা সে প্রেম কুঞ্জে অনন্যতা চিরহরি,
বারবার দেখি তাহার চোখে বিহ্বলতা—
তবে সুধাও মোরে একি ভালবাসা বহিনতা...
নাকি তোমায় পাব বলে মায়া নিবুবনে নব প্রেম-বার্তা।।
শুকনো পাতায় যখন তোমার নুপুর পায় ,
নাচিয়া উঠে নিশি কালে ভরা পূর্নিমায়—
সেথা জল তরঙ্গ মিশি ঝিলিমিলি ঢেউ তুলিয়া যায়..
মুই হইয়াছি মাতাল যত দেখিয়াছি তোমায় সেথায়।।
যদি দেখা দাও প্রিয় তবে করিব আলিঙ্গন,
সকল দুঃখ দেব দুহাত দিয়ে মুছে তখন—
নাইবা যদি আসো তুমি দেখবে নিশ্চয় মরণ আমার..
সব ছাড়ি যদি এবার লুকাই খুঁজে পাবে নাক আর।।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.