স্টাফ রিপোর্টার:
"মাননীয় প্রধানমন্ত্রীর উপহার" সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার স্লোগানে বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার বিশ্বাস, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, ফরিদপুরের সভাপতি মীর কাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা. সঞ্জিব কুমার বিশ্বাস বলেন, এখান থেকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, প্রতি কেজি দুধ ৬০ টাকা এবং ১১টি ডিম ১০০ টাকায় সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন, এ আয়োজনের মাধ্যমে জেলার নিম্ন আয়ের মানুষরা পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারবেন। বাজারের তুলনায় এখান থেকে কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন ক্রেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.