এমদাদুল হক, মনিরামপুর প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবল কাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এড-হক কমিটির প্রথম সভা আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন।
সভা শুরুর পূর্বে শিক্ষকবৃন্দ, অভিভাবক, কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি মোঃ জাকির হোসেন বলেন,
“এই প্রতিষ্ঠান শুধু শিক্ষাদানের স্থান নয়, এটি এলাকায় কন্যাশিক্ষার এক আলোকবর্তিকা। আমরা সকলে মিলে একে একটি আধুনিক, আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করবো।”
তিনি আরও বলেন, “নতুন কমিটি দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি, সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যরা। সকলেই নতুন সভাপতির প্রতি শুভকামনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর নেতৃত্বে বিদ্যালয় আরও শৃঙ্খলাপূর্ণ ও উন্নয়নমুখী হবে।
উল্লেখ্য, মোঃ জাকির হোসেন একজন সুপরিচিত সমাজসেবক ও শিক্ষানুরাগী। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নতুন এই দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করবে বলে মনে করছেন সকলে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.