ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে কানাডা প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা চুয়াডাঙ্গা পৌর এলাকায় ভাড়া বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার মনিরামপুরের ঢাকুরিয়া কলেজে প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন বাংলাদেশে আসছেন হানিয়া আমির রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’ নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার ১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন সাবেক ভিপি নুর কুতুবদিয়ায় জলদস্যু,মাদক ও সন্ত্রাস দমনে থানা, কোস্ট গার্ড এবং মৎস্য অফিসের যৌথ সচেতনতামূলক সভা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এম রশিদুজ্জামান মিল্লাত

সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সভাপতি জাকির হোসেনের মানবিক বার্তা ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-

যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ জাকির হোসেন।

সভায় সভাপতির বক্তব্য ছিলো শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য অনুপ্রেরণামূলক ও মানবিকতায় ভরপুর। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তানদের পাঠ্যবইয়ের পাশাপাশি গাইড বই দেওয়াটাও অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “যদি কোনো অভিভাবক অর্থনৈতিক অসুবিধার কারণে গাইড বই কিনে দিতে না পারেন, তারা যেন নির্দ্বিধায় সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব বইগুলো সরবরাহের ব্যবস্থা করতে।”

উল্লেখ্য, সভাপতি মোঃ জাকির হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র ১৫ থেকে ২০ দিন আগে, কিন্তু ইতিমধ্যেই তিনি বিদ্যালয়ের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় সেখানে জমে থাকা পানি ও চলাচলের অসুবিধা দূর করতে তিনি নিজ উদ্যোগে মাঠে মাটি ভরাটের ব্যবস্থা করেন। এতে শিক্ষার্থীদের চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে।

শুধু তাই নয়, বিদ্যালয়ের বাথরুম দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী ছিল। বিষয়টি নজরে আসতেই তিনি দ্রুত সিদ্ধান্ত নেন বাথরুম সংস্কারের। তার প্রচেষ্টায় খুব শিগগিরই বাথরুমের কাজ শুরু হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এধরনের দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বে বিদ্যালয়সহ পুরো এলাকায় আশার আলো জেগেছে। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক মহলে তার এই ভূমিকা প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সভাপতি জাকির হোসেনের মানবিক বার্তা ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ

আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-

যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ জাকির হোসেন।

সভায় সভাপতির বক্তব্য ছিলো শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য অনুপ্রেরণামূলক ও মানবিকতায় ভরপুর। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তানদের পাঠ্যবইয়ের পাশাপাশি গাইড বই দেওয়াটাও অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “যদি কোনো অভিভাবক অর্থনৈতিক অসুবিধার কারণে গাইড বই কিনে দিতে না পারেন, তারা যেন নির্দ্বিধায় সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব বইগুলো সরবরাহের ব্যবস্থা করতে।”

উল্লেখ্য, সভাপতি মোঃ জাকির হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র ১৫ থেকে ২০ দিন আগে, কিন্তু ইতিমধ্যেই তিনি বিদ্যালয়ের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় সেখানে জমে থাকা পানি ও চলাচলের অসুবিধা দূর করতে তিনি নিজ উদ্যোগে মাঠে মাটি ভরাটের ব্যবস্থা করেন। এতে শিক্ষার্থীদের চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে।

শুধু তাই নয়, বিদ্যালয়ের বাথরুম দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী ছিল। বিষয়টি নজরে আসতেই তিনি দ্রুত সিদ্ধান্ত নেন বাথরুম সংস্কারের। তার প্রচেষ্টায় খুব শিগগিরই বাথরুমের কাজ শুরু হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এধরনের দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বে বিদ্যালয়সহ পুরো এলাকায় আশার আলো জেগেছে। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক মহলে তার এই ভূমিকা প্রশংসিত হয়েছে।