সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সভাপতি জাকির হোসেনের মানবিক বার্তা ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ

- আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

এমদাদুল হক,ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সুবলকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ জাকির হোসেন।
সভায় সভাপতির বক্তব্য ছিলো শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য অনুপ্রেরণামূলক ও মানবিকতায় ভরপুর। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তানদের পাঠ্যবইয়ের পাশাপাশি গাইড বই দেওয়াটাও অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “যদি কোনো অভিভাবক অর্থনৈতিক অসুবিধার কারণে গাইড বই কিনে দিতে না পারেন, তারা যেন নির্দ্বিধায় সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব বইগুলো সরবরাহের ব্যবস্থা করতে।”
উল্লেখ্য, সভাপতি মোঃ জাকির হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র ১৫ থেকে ২০ দিন আগে, কিন্তু ইতিমধ্যেই তিনি বিদ্যালয়ের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় সেখানে জমে থাকা পানি ও চলাচলের অসুবিধা দূর করতে তিনি নিজ উদ্যোগে মাঠে মাটি ভরাটের ব্যবস্থা করেন। এতে শিক্ষার্থীদের চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে।
শুধু তাই নয়, বিদ্যালয়ের বাথরুম দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী ছিল। বিষয়টি নজরে আসতেই তিনি দ্রুত সিদ্ধান্ত নেন বাথরুম সংস্কারের। তার প্রচেষ্টায় খুব শিগগিরই বাথরুমের কাজ শুরু হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এধরনের দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বে বিদ্যালয়সহ পুরো এলাকায় আশার আলো জেগেছে। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক মহলে তার এই ভূমিকা প্রশংসিত হয়েছে।