মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছেন কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। সোমবার সকাল ১০টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের ট্যাকের খাল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ফাঁদ উদ্ধার করে। এসময় বন বিভাগর উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীর দল মালামাল ফেলে সুন্দরবনে সটকে পড়ে।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, এঘটনায় বন আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.