
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সুন্দরবনের অভয়ারণ্যের মান্দারবাড়ী হানিফের চর এলাকায় অভিযানে চালিয়ে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার(৬ ডিসেম্বর) সকালে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাছ ধরার বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলো বাঘের হাট জেলার মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের মৃত-গোলাম মেস্তফা এর ছেলে১। মোঃ মহসিন শেখ (৪০)আবদুল হাকিমশেখের ছেলে ২। মোঃ মোশারফ শেখ (৪০),গোলাম মোস্তফা শেখের ছেলে৩। ইব্রাহিম শেখ (৩০)মোহসিন হোসেনের ছেলে ৪। মোঃ ইয়ামিন মোসাল্লি (১৮)
৫/ মোঃ একরাম শেখ (২৪),৬। মোঃ শওকত আলী ফকির (৫৫)৭। মোঃ সাফারাত ফলির (৪৫)। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরা ও বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু জেলে নিয়ম ভঙ্গ করে নদীতে প্রবেশ করে। আইনশৃঙ্খলা রক্ষায় ও বনের সম্পদ সুরক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.