সুনামগঞ্জে পিতার হাতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক
- আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাষণ্ড পিতার হাতে ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকাবাসী ওই পাষণ্ড পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার ( ৯ নভেম্বর) শনিবার ভোর রাতে উপজেলার জগদল ইউনিয়নে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।স্হানীয়মতে এসব আলোচনা করতেই আমাদের ঘৃণা লাগে।
দিরাই থানা পুলিশ সুত্রে জানা যায়, ধর্ষিতা মেয়েটি ওই পাষণ্ড পিতার প্রথম স্ত্রীর সন্তান, দুই বছর বয়সে মেয়েটির মা মারা যায়। এরপর থেকে মেয়েটি তার নানীর আশ্রয়ে বড় হয়। কয়েক মাস আগে তার নানী মারা যান, মামা-খালা না থাকায় পিতার আশ্রয়ে আসে মেয়েটি। এ সুযোগে পাষণ্ড পিতা নিয়মিত মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে অসহায় মেয়েটি নিজের পিতার বর্বরতার বিষয়টি আত্মীয় ও প্রতিবেশীদের জানায়।
এদিকে ঘটনা জানাজানি হবার পর একটি ফেসবুক পেইজসহ বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী ভিকটিম মেয়ে, অভিযুক্ত পিতা ও গ্রামের লোকদের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ধর্ষক পিতাকে আটক করে।
এবিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ অভিযুক্ত পিতাকে আটক করেছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনা সমাজের জন্য বাজে,খুবেই লজ্জার দৃষ্টান্ত। সন্তানের মনে পিতার প্রতি বিরূপ ধারণা তৈরী করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও যারা প্রচার করেছে, তারা অপরাধ করেছে বলেও জানিয়েছেন ওসি।
























