সুনামগঞ্জে ইউ/পি চেয়ারম্যান লাভলু আটক

- আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":1160305,"total_draw_actions":35,"layers_used":2,"brushes_used":1,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"draw":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

তৌফিকুর রহমান তাহের, (সুনামগঞ্জ)দিরাই,শাল্লা প্রতিনিধি:-সুনামগঞ্জের দিরাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা শেষে বের হবার পর পৌর শহরের পুরান বাঘবাড়ি মডেল মসজিদের সামনে থেকে হুমায়ুন রশিদ লাভলুকে (৫০) আটক করেছে দিরাই থানা পুলিশ।
তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ১৯মার্চ(বুধবার ) দুপুর ১টার দিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়।
জানা যায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। সভা শেষ করে বের হওয়ার পর পৌর শহরের পুরান বাঘবাড়ী মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ছিল, সেখানে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির লোকজন ছিলেন। শুনেছি মিটিং থেকে বের হওয়ার পর জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টে গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায়, দিরাইয়ের জগদল ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে বলে জানান তিনি।