সুনামগঞ্জের শাল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

শাহীন খান,শাল্লা প্রতিনিধি:সুনামগঞ্জের শাল্লায় বাহাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৮ সেপ্টেম্বর সোমবার উপজেলা গণমিলনায়তনে বাহাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনাজ্জির হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া, মনোয়ার আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লুৎফুর রহমান তালুকদার, নূর জালাল মন্টি, আসাদুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান, সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহি উদ্দিন, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মইন উদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান, শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক, রাকিব মিয়া।
কর্মী সভায় বক্তাগণ দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন ও কষ্ট সহ্য করে যে সকল নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি, সেই সকল নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতিহাস ও ঐতিহ্যের উপর আলোকপাত করেন।
এছাড়াও উক্ত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুবেল আহমেদ, স্বেচ্ছাসেবকদের নেতা সাগর সরকার, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কয়েস আহমেদ চৌধুরী।
কর্মী সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।