সুনামগঞ্জের ছাতকে কানাডা প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা

- আপডেট সময় : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:সুনামগঞ্জ ছাতকের কানাডা প্রবাসীর স্ত্রী সুমি বেগম চরমোল্লা ইউনিয়নের চরমাদব গ্রামের বাসিন্দা। সুমি বেগম গত ১৪/৯/২৫ ইংরেজি তারিখ সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় তাহার বাবার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে মোদির দোকানে যান। মোদি নিয়ে দোকান থেকে বের হলে হঠাৎ করে মোটরসাইকেল করে হেলমেট পরিহিত চারজন সন্ত্রাসী আসিয়া তাহার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারিয়া আহত করে। সন্ত্রাসীদের আক্রমণে তিনি চিৎকার করিলে দোকানদার ও আশেপাশের লোক আসিয়া তাকে উদ্ধার করিয়া নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আহত সুমি বেগম জানান, তাহার স্বামী মোঃ আব্দুল হাই গত ৭/১/২০২৪ ইংরেজি তারিখে সংঘটিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরীর পক্ষে কাজ করার কারণে প্রতিশোধ পরায়ন হইয়া প্রতিপক্ষ রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তাহার উপর হামলা করে বড় অংকের চাঁদা দাবি করে চাঁদা না দিলে তারা তাকে ও তার শিশুসন্তানকে প্রাণে হত্যার হুমকি এবং তাহার স্বামী মোঃ আব্দুল হাই দেশে ফিরলে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়।
ইতিপূর্বে তাহার স্বামীর বাড়ি থাকা অবস্থায় গত ১৭/৮/২৫ ইংরেজি তারিখ রাত ১০:২৪ ঘটিকার সময় সুমি বেগমের মোবাইলে ফোন দিয়ে তাকে এবং তার শিশুসন্তানকে প্রাণনাশের হুমকি সহ তাহার স্বামী আব্দুল হাই এর নামে বিভিন্ন মামলা মকদ্দমা দিয়া হয়রানি কতিসাধন করিবে মর্মে হুমকি দেয়. সুমি বেগম নিজের ও সন্তানের নিরাপত্তার জন্য গত ২০/ ৮ /২৫ ইংরেজি তারিখ ছাতক থানায় একটি জিডি করেন। জিডি নং ৯৩৯।