
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ভারত সীমান্তঘেঁষা ফেনীর পরশুরাম উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে চোরাচালানের প্রবণতা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিদিনই বিভিন্ন পণ্য, মাদক, গরু ও ভারতীয় ট্যাবলেটসহ নানা ধরনের অবৈধ মালামাল পাচারের খবর পাওয়া যাচ্ছে। এতে করে একদিকে সরকারের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সামাজিক অবক্ষয়ও বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রাতের অন্ধকারে চোরাচালানকারীরা অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন পণ্য এনে দেশের অভ্যন্তরে বিক্রি করে। এসব পণ্যের মধ্যে রয়েছে ট্যাপেন্ডল ও ইয়াবা ট্যাবলেট, বিদেশি সিগারেট, গরু, প্রসাধনী, এমনকি মোবাইল ও ইলেকট্রনিক পণ্যও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, “রাতে সীমান্তের কিছু রাস্তা দিয়ে মালামাল আনা-নেওয়া হয়। কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি এসবের পেছনে থাকে, যার কারণে সাধারণ লোকজন কিছু বলতেও পারে না।”
এদিকে সচেতন মহল বলছে, শুধু পুলিশি অভিযান নয় — স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগেই এই চোরাচালান বন্ধ সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.