সংবাদ শিরোনাম :
সীমানা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান
সুনামগঞ্জ দিরাই শাল্লা প্রতিনিধি:
———-
এপাড়ে দাঁড়িয়ে আমি ওপাড় দেখি,
ওপাড় আমাকে হাতছানিতে ডাকে
এমন আন্তরিক আহবান আমি
না পারি উপেক্ষা করতে,
না পারি গ্রহণ করতে।
আমি জানি, ওপাড়ে যত সুখ,
মুঠো মুঠো ভালোবাসা।
আমার ইচ্ছেরা পাবে ডানা,
আর মৌনতা পাবে ভাষা
কিন্তু তবুও আমার
ওপাড়ে যাওয়া হবেনা,কারণ,
আমি সীমান্ত ডিঙোতে পারবোনা।
কবি সাইফুন্নাহার শিউলি ১২/১০/২৫