সীতাকুণ্ডে ১৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক, মূল্যে ২২ লাখ টাকা

- আপডেট সময় : ১১:০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
সীতাকুণ্ডে আনুমানিক ২২লাখ টাকা মূল্যের ১৭২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। জানা যায়, আজ সোমবার ভোর ৪টায় মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমানেরর নেতৃত্বে এস আই রাজীব চন্দ্র পোদ্দার, এসআই মোঃ মফিজুল ইসলাম, এসআই দ নাছির উদ্দিন ভূইয়া, এসআই সুজন শর্মা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২নং ওয়ার্ডস্থ শেখপাড়া এলাকায় জনৈক বাদশা মিয়া এর একতলা বিল্ডিং ঘরের সামনে ঢাকা- চট্টগ্রামগামী হাইওয়ে রোডের উপর একটি পিক গাড়িকে গতিরোধ করে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ৩ জন মাদক ব্যবসায়ী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদেরকে ধাওয়া করে মোঃ আব্দুল্লাহ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে। বিভিন্ন ব্রান্ডের মদ গুলোর নাম হলো- Blenders Pried 750MI, Sterling Peserve, Enaconiq White 750MI, Smirnofe 750MI, Antiquity Blue, এই চালান গুলো ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলার ভারতীয় বর্ডার থেকে চট্টগ্রামের উদ্দেশ্য আনা হয়। আটককৃত আসামীর বাড়ী ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলার রাধা নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্যম মটুয়া, সিকদার বাড়ীর মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে। আটককৃত মদ গুলোর আনুমানিক মূল্যে ২২ লাখ টাকা।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম জানান, আমি গোপন সংবাদ পেয়ে ফোর্স নিয়োগ করে বিদেশী মদসহ একজনকে আটক করতে সক্ষম হই। তাকে মাদকদদ্রব্য আইনে
মামলা দিয়ে আদালতে চালান দেই।