সিলেট বেতারে পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হলেন দিরাইয়ের সবুজ আহমেদ আবির
- আপডেট সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গর্ব,শ্যামারচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের পিতা মো.আলাল মিয়া মাতা রসমতি বেগমের তৃতীয় সন্তান মো.সবুজ আহমেদ আবির সিলেট বেতারের স্থায়ী পল্লীগীতির শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
এই সাফল্যের খবরটি সিলেট বেতারের সঙ্গীত বিভাগের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার এবং অডিশন গ্রেডেশন নির্বাচনী কমিটির স্বাক্ষরিত চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
গত ২৭ অক্টোবর সিলেট বেতারের অডিশন অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতামূলক অডিশনে প্রায় ১৪ শত শিল্পী অংশগ্রহণ করেন। বিজ্ঞ বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে পরিবেশনার মূল্যায়নে সবুজ চূড়ান্তভাবে পল্লীগীতির সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেন।
শ্যামারচর গ্রামে ২ নভেম্বর ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন এই বাউলমনা শিল্পী।
ছোটকাল থেকে সবুজ আহমেদ আবির সঙ্গীতের পথে যাত্রা শুরু করেন।তাঁর বন্ধুবান্ধব পিতামাতাসহ অনুপ্রেরণার মূলউৎস।
সবুজ আহমেদ আবির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত গান পরিবেশন করতেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রোগ্রামে গান করার পাশাপাশি বর্তমানে তিনি সঙ্গীতের মাধ্যমে সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা রাখছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত।
সিলেট বেতারের সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় সবুজ আহমেদ আবির তাঁর উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত তাড়াতাড়ি আমি তালিকাভুক্ত হতে পারব কোনদিন ভাবিনি সম্মানিত বিচারকগণ আমার গান শুনে মূল্যায়ন করেছেন, আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ। এত বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যার অনুপ্রেরণায় আমি আজকে এই অবস্থানে, তিনি হচ্ছেন আমার মা।
শাহীন আহমেদ সাগর বলেন,আমি প্রচন্ড খুশি ও আনন্দিত হয়েছি,তিনি শুধু শিল্লীই নন একজন ভালমনের মানুষও বটে।
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এই গুণী শিল্পী বলেন,সকলের সহযোগিতায় আগামীতে আরও ভালো কিছু উপহার দেব,যদি আপনাদের দো’আ/আর্শিবাদ আর আপনারা আমার পাশে থাকেন। গানের এলাকা, গুণীজনের এলাকা দিরাইয়ের মান আরও উন্নত করতে সদাসর্বদা চেষ্টা চালিয়ে যাব।
সবুজ আহমেদ আবির এই সাফল্য তাঁর জন্মস্থান দিরাই উপজেলাসহ সমগ্র সুনামগঞ্জ জেলার জন্য এক বিশাল গৌরবের বিষয়।তাঁর ভক্ত এবং দিরাইয়ের সঙ্গীতপ্রেমী মহল তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।


















