সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য

- আপডেট সময় : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের এক পরিবারের তিনজন সদস্য। নিহতরা হলেন ওই গ্রামের বোর্ড স্কুল এলাকার রহমান মল্লিকের ছেলে ইমরান মল্লিকের স্ত্রী ও দুই সন্তান।
একই পরিবারের ৩ সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমরান মল্লিক ও তাঁর স্ত্রী সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতেন। আশুলিয়ার ফ্যান্টাসিকিংডম এলাকার ভাড়া বাসার নিচতলায় রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে।
গত ২৮ আগস্ট সকালে রান্না করতে গিয়ে দগ্ধ হন রোকেয়া বেগম (২৬) ও তাঁর দুই সন্তান রেদোয়ান (৩) এবং খাদিজা (৭)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোকেয়া ও রেদোয়ান মারা যান। সর্বশেষ গতকাল (৬ সেপ্টেম্বর) শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় খাদিজা।
স্থানীয় বাসিন্দা জাহিদ খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটির অনেক টাকা খরচ হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।’
আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ বাদল হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে আলোচনা করে যতটুকু সম্ভব এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। পাশাপাশি এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসা দরকার।’