স্টাফ রিপোটার :-
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন নলকার মোর এলাকার রাস্তার পাশ থেকে আরমান (২২) নামের ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে নলকা আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করে তাকে বা তার অটোরিকশাটি পাওয়া যায়নি। এরপর আজ সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.