স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সাতবিলা গ্রামস্থ জনৈক মোঃ আন্নাস আলীর মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮৭ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়, র্যাপিড একশন ব্যাটেলিয়ানর র্যাব- ১২ সদস্য।
এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১,০৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রাজীব হোসেন (২২), পিতা-মৃত সাইফুল ইসলাম, সাং-বলতৈল দক্ষিণপাড়া, ২। মোঃ রানা হোসেন (২৩), পিতা- মোঃ আসান আলী, সাং-বলতৈল উত্তরপাড়া, সর্ব থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় এলাকায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.