সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি আটক

- আপডেট সময় : ০৭:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ
সিরাজগঞ্জ রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা হবে মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সুন্দর ইস্মার্ট সিরাজগঞ্জ করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে,
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অন্তর্গত সলংগা থানাধীন নলকা হতে হাটিকুমরুল রোডস্থ বেইলি ব্রিজ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে মাদক কারবারি ১। মোঃ মাইদুল ইসলাম (২০), পিতা-মোঃ আমজাদ হোসেন, মাতা-মোছাঃ সাফিয়া বেগম, সাং-কুড়ার পার, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম ও ২। মোঃ জামাল হোসেন (৪০), পিতা-মোঃ হাসান আলি, মাতা-মোছাঃ অতিজান বেগম, সাং-কায়েম খোলা, থানা ও জেলা-পাবনাদ্বয়ের বহনকৃত ০১(এক) টি রেজিঃ বিহীন সিএনজি তল্লাশী চালিয়ে ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত ২নং আসামী মোঃ জামাল হোসেন(৪০) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।