স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জের শাহজাদপুর নিখোজের একদিন পর উপজেলার জালালপুর থেকে (এনায়েতপুর থানা) দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(১২মে) দুপুরে শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে নদী তীর সংরক্ষনের কাজে ব্যবহার করার জন্য রাখা ব্লকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত উদ্ধারকৃত শিশুরা হলো জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)। নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে আসি। শনিবার(১১মে) সকালে তারা দুজন নদীর পাড়ে বালুর মধ্যে খেলা করছিল। এরপর থেকে আর খুঁজে পাইনি। ঘটনাটি পুলিশকে জানানো হয়।আজ রোববার (১২মে) সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ। ঘটনাস্থলে এসে দেখি নদীর পাড়ে ব্লকের ভেতর গর্তে তাদের মরদেহ পড়ে আছে। এনায়েতপুর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লকের মধ্যে পড়ে ছিল দুই শিশুর মরদেহ। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খেলা করতে গিয়ে ব্লকের ফাঁকে গর্তের মধ্যে পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.