সিন্ডিকেটের প্রতিবাদ: বায়রা নেতাদের হেনস্তার অভিযোগ

- আপডেট সময় : ০৯:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ’র (বায়রা) ৩৩তম এজিএমে সিন্ডিকেটের প্রতিবাদ করায় সংগঠনটির সিনিয়র সহসভাপতিসহ সাধারণ সদস্যদেরকে হেনস্তার অভিযোগ উঠেছে। সোমবার ( ১০ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাধারণ সদস্যরা মালয়েশিয়ায় যেতে না কর্মীদের ক্ষতিপূরণ দাবি, সিন্ডিকেটের দুর্নীতির কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধসহ প্রভৃতি বিষয়ে প্রতিবাদ করায় হেনস্তার শিকার হয় বলে অভিযোগ উঠেছে।
রিয়াজুল ইসলাম বলেন, আমি মঞ্চে সভাপতির পাশে ছিলাম। এমন সময় আমাকে সভাপতি অনুসারীরা হেনস্তাসহ আক্রমণে উদ্যত হয়। এসময় আমি ও ১০ জন ইসি সদস্যসহ সাধারণ সদস্যরা ওয়াকআউট করতে বাধ্য হই।
আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মলনে রিয়াজুল ইসলাম বলেন, আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি যে, জনশক্তি রপ্তানি সেক্টর থেকে সকল সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করে করে সকল লাইসেন্স মালিকদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সিন্ডিকেটসহ বায়রাকেন্দ্রিক সকল অনিয়মের সাথে জড়িত সদস্যদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করে বায়রা শৃংখলা পুনঃ প্রতিষ্ঠা করতে হবে।
আমাদের বিশ্বাস সিন্ডিকেট ও শোষণমুক্ত সদস্যবান্ধব বায়রা প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা কামনা করছি।