সিএমপি কমিশনারসহ ডিআইজি-এসপিকেও সরানো হলো
																
								
							
                                - আপডেট সময় : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
 

মোহাম্মদ মাসুদ:-
চট্টগ্রাম : (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলামকসহ চট্টগ্রাম ছাড়তে হচ্ছে প্রশাসনের শীর্ষ ৩ কর্মকর্তার। দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে হলেন সিএমপি কমিশনারের কর্মস্থলের দায়িত্বচ্যুত। তার সাথে সাথে চট্টগ্রাম ছাড়তে হবে জেলা পুলিশ সুপার এবং চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শককেও (ডিআইজি)।
২১ আগস্ট (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের চট্টগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে সংযুক্ত করা হয়েছে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে। এছাড়া জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ কার্যকর হবে।
																			
										






















