মো:আশরাফ, বরিশাল ক্রাইম প্রধান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে রোজ শনিবার ভেগাই হালদার পাবলিক একাডেমীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম। তিনি বলেন,জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সাথে কাজ করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মূল উদ্দেশ্য ছিল জনগণের সকল ক্ষমতার উৎস। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সে কারণেই বিএনপি একটি জনপ্রিয় দল হিসাবে আর্বিভূত হয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ গৌরনদী আগৈলঝাড়ায় গডফাদার তৈর করেছেন। কিন্তু বিএনপির আগৈলঝারা গৌরনদীতে জাতীয় পর্যায়ে ৪ জন নেতা তৈরি করেছেন। ওই গডফাদারের নির্যাতন নিপিড়নের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। মা-বাবার মৃত্যুর সময় কবর দিতেও আসতে পারেন নাই। অ্যাডভোকেট সজল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ এবং দেশরত্ন তারেক রহমানের নেতৃত্ব মেনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। পরে,আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম হোসেনের সভাপতিত্বে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.