নিউজ ডেস্ক:রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘ সাড়ে ১৭ বছরের বেশি সময় কারাভোগের পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার দুপুরে পৌনে ২টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারামুক্তির পর কারা ফটকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন স্বজন ও নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তার দণ্ড হয়।
এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল এবং একটিতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.