সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

- আপডেট সময় : ০৮:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
শনিবার (৪মে) সন্ধ্যা ৭ ঘটিকায় চারঘাট পৌরসভার ১ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে।মোঃ শাকিনুর রহমান সাব্বির (২৬) চারঘাট পৌরসভার ১নং ওয়ার্ড মোঃ শাহাবুদ্দিন শাবু এর ছোট ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় মোঃ শাকিনুর রহমান সাব্বির তীব্র তাপদাহের কারণে সন্ধ্যা ৭ ঘটিকায় পদ্মা নদীর ধারে ব্লবোকের উপর বসে ন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন।ঠিক সেই সময় তাকে বিষধর সাপ( রাসেল ভাইপার) কামর দেয়।তখন তিনি চিৎকার দিলে তার পাশে থাকা বন্ধুরা দেখতে পাই তার বাম পায়ে কামড়ের চিহ্ন। পা রশি দিয়ে বেঁধে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠাই।হাসপাতালে এনটিভেটমেন্ট ইনজেকশন না থাকায় তাকে ভর্তি করে রাখা হয়। গত শনিবার সন্ধ্যা ৭টায় রাসেল ভাইপার সাপে কামরায় ২ দিন রাজশাহী মেডিকেল কলেজ(রামেক)। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তাকে হার মানতে হয় মৃত্যু নামক শব্দের কাছে।সোমবার (৬মে) সন্ধ্যা ৭:৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষা বর্ষের মনোবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন তিনি। মনোবিজ্ঞান বিভাগ থেকেমাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু তার চুরান্ত ফলাফল প্রকাশ হওয়ার আগেই তাকে চলে যেতে হল না ফেরার দেশে।তার মৃত্যুতে পুরো এলাকায় এখন শোক বিরাজমান।
মঙ্গলবার(৭মে) সকাল ৯:৩০ মিনিটে মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরুহুম এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন প্রয়াত মোঃ শাকিনুর রহমানের বড় ভাই মোঃ রানা ইসলাম। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার বিএনপি, আওয়ামী লীগের সভাপতি, চারঘাট পৌরসভার মেয়র, চারঘাট উপজেলার ভাইস চেয়ারম্যানসহ এলাকাবাসী। তারা সকলেই মরহুম মোঃ শাকিনুর রহমান সাব্বিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।