
মোঃ আঃ কুদ্দুস খান,মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা বাজারের ঐতিহ্যবাহী হাটটি ভুমিদস্যুদের হিংস্র থাবায় আজ বিলীন হতে চলছে।
বৃটিশ জমিদার প্যারিক্যাশপার্স সাহেবের পিতার নাম ছিল শিলার সাহেব।তার পিতার নাম অনুসারে এই এলাকার নাম রাখা হয় শিলারগঞ্জ। আর শিলারগঞ্জের আংশিক পরিবর্তন করে সাপলেজা নাম করন করা হয়।
তাই এই বাজারটির নামকরন করা হয় সাপলেজা বাজার।
বাজারের ভিতর ছিল কিছু জায়গা নিয়ে একটি হাট বিভিন্ন এলাকা বা দুর থেকে ব্যবসায়ীরা নৌকায় এসে ভাসমান দোকানে কাচা মাল,অন্যন্য দ্রব্য পন্য বিক্রী করে চলে যেত।এলাকা বাসীরা নির্বিঘ্নে চলাচল সহ বাজার করে চলে যেত।কিন্তু ফ্যাসিষ্ট সরকারের কতিপয় শকুনের হিংস্র নজর পরে এই হাটটির উপর।উপজেলা প্রশাসনের সাথে হাতাহাত করে হাটটিতে ২০/২৫ টি স্হায়ী পাকা দোকান ঘড় তৈরী করে।হাটটি হয়ে যায় বেদখল।
বর্তমানে ব্যবসায়ীরা রাস্তার পাশে বসে সব্জী বিক্রী করলেও মানুষ চলাচলে হয় মারাত্মক যানজট।
কেন দেশ প্রেমিক,সমাজ সেবক,প্রশাসন আচে কি এই বাজারটির হাটটি শকুনের রোশানল থেকে রক্ষা করবে?
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.