সংবাদ শিরোনাম :
সাপলেজায় টিসিবির পন্য বিতরনে ওজনে কম দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

মোঃ আঃ কুদ্দুস খান,মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধী:অনিয়ম,দুর্নীতি, সুদ,ঘুষ,বাটপারী,এই নিয়েই একটি সুশিল সমাজ।আর এর নেতৃত্বে থাকে সুশীল সমাজের বড় বড় নেতা।আর এদের ছত্র ছায়ায় প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে চলতেছে এই অসামাজিক কর্মকান্ড।
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলাধীন সাপলেজা ইউনিয়নে টিসিবির পন্য বিতরনে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে।অদ্য২২/০৭/২৫ ইং তারিখ টিসিবির পন্য বিতরন করেন ভাই ভাই এন্টার প্রাইজের স্বত্তাধীকারী।প্রতিটা কার্ডে ২ কেজি ডাল,১ কেজি চিনি,২ লিটার সয়াবিন তৈল দেওয়া হয়।কিন্তু ১ কেজি চিনিতে ৯২৫ গ্রাম।২ কেজি ডালে ১.৯০০ গ্রাম এবং নিম্ন মানের তৈল বিতরন করেন।এবং কার্ড প্রতি ৪০০ টাকা রাখা হয়।
বিষয়টি প্রশাসনকে জানাবার চেষ্টা করিলে কেউ বিষয়টি কেউ গুরুত্ব দিল না।