হায়দার, হাবিপ্রবি প্রতিনিধি:
সারা বাংলাদেশে কোটা সংস্থার আন্দোলনে যুক্ত থাকা সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানোর প্রতিবাদস্বরূপ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
গতকাল ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলায় হতাহত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তিক ঘটলে যারা এর সাথে জড়িত উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তচিন্তার অনুসরণের কেন্দ্রস্থলে কোন প্রকার হাতাহাতি, হানাহানির ঘটনা মোটেও কাম্য নয়। আমাদের ব্যাচের কোনো শিক্ষার্থী যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকে, তাহলে যথাযথ প্রমাণের ভিত্তিতে তাকে এবং তাদেরকে ক্লাস এবং ব্যাচের সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ২২ ব্যাছের কৃষি অনুষদের একজন শিক্ষার্থী বলেছেন " সারাদেশে সব বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারি শিক্ষার্থী ভাই- বোনদের নির্যাতন,মারধর ও হত্যার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ-২২ ব্যাচের কোন শিক্ষার্থী যদি আজকে অথবা আগামীতে এরূপ কর্মকান্ডের সাথে জড়িত থাকে, তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করবো এবং সে কোন প্রকার ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে নাহ ।
যতদিন পর্যন্ত কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার সঠিক বিচার হবে না ততদিন কৃষি অনুষদ-২২ ব্যাচ কোন প্রকার ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করবে নাহ ।
এ বিষয়ে ২৩ ব্যাছের প্রকৌশলী অনুষদের আরো এক শিক্ষার্থী বলেছেন , দেশের বর্তমান পরিস্থিতি এবং কোটা সংস্কার আন্দোলন যা একটি সময়ের যৌক্তিক দাবি এবং আপামর সাধারণ শিক্ষার্থীদের দাবি। এর ভিত্তিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল প্রকার প্রতিষ্ঠান তাদের নিজেদের দাবি আদায়ে শান্তিপূর্ন সমাবেশ করছিলেন । কিন্তু গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের রক্তক্ষরণের সর্বস্তরের শিক্ষার্থীকে ব্যথিত করেছে। বিশ্ববিদ্যালয় একটি মুক্তচিন্তার জায়গা এবং এই অবস্থান থেকে সবাই তাদের অধিকারের জন্য সোচ্চার হতে পারে । এখানে আক্রমণ হাতাহাতি কিংবা এমন কোন বিষয় যা এই মুক্তচিন্তাকে সমর্থন করে না আমরা কখনোই তা সমর্থন করি না । এবং তারই প্রেক্ষিতে ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এর ২৩ ব্যাচের সকল শিক্ষার্থীর সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে যদি কেউ আমার ভাই বোনদের ওপর কোন প্রকার আক্রমণাত্মক হয় তাহলে তাদের সঙ্গে একসাথে বসে সহশিক্ষা কার্যক্রম করা সম্ভব হবে না এবং তাদেরকে ডিপার্টমেন্টের সকল কিছু থেকে বয়কট করা হবে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.