সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে গোলাম আজম সৈকত

- আপডেট সময় : ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৮ বার পড়া হয়েছে

মোঃকামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:-ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত ঈদুল ফিতর উপলক্ষে সাধারন মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
৩১ মার্চ ঈদের নামাজ আদায়ের পর নিজ এলাকা কাঠালিয়ায় অবস্থান করে তিনি স্থানীয় আহত ও শহীদ পরিবার এবং দুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেন। এছাড়া ঈদ পরবর্তী সময়েও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন।
গত ৩ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এখন তার দোসররা দেশে থেকে আইন-শৃঙ্খলা নষ্টের পাঁয়তারা করছে, তাদের প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, “ঈদের দিন থেকে রাজাপুর-কাঠালিয়ার প্রতিটি ইউনিয়নে গিয়েছি, নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছি। খুব শিগগিরই সংগঠনকে পুনর্গঠনের জন্য জেলা ও ইউনিট পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।”
৪ এপ্রিল (শুক্রবার) আওয়াবুনিয়া ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবা আশ্রমের ৫৭তম মহোৎসবে উপস্থিত হয়ে তিনি বলেন, “বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন করে। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত রাখতে আমরা পাহারাদারের ভূমিকায় থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন।