সংবাদ শিরোনাম :
সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় আগামী ২৯মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষ্যে গত রোববার (২৬ মে) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
এ সময় রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচনে দায়িত্ব পালনকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।