সাতক্ষীরা ৪ আসনের এমপি মহোদয়ের অনুদানে কালিগঞ্জ প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদের উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধিঃ-
কালিগঞ্জ প্রেস ক্লাবের দ্বিতল ভবনের ছাদের ঢালাই উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বৃহস্পতিবার সকাল আটটায় কালিগঞ্জ প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ এর কাজ শুভ সূচনা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সদস্য আশেক মেহেদী, শেখ নাজমুল ইসলাম, আব্দুল করিম মামুন হাসান, শেখ আতিকুর রহমান, আলমগীর হোসেন, গৌরপদ দাশ সহ প্রকল্প কাজের সদস্যবৃন্দ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও রাজমিস্ত্রিসহ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন কর্তৃক অনুদানের দুই লক্ষ টাকা দিয়ে প্রেসক্লাবের দ্বিতল ভবনের অফিস রুমের ঢালাই কাজের শুভ উদ্বোধন ও সংস্কার করা হচ্ছে ।
কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং সাতক্ষীরা ৪ আসনের এমপি মহোদয়কে ধন্যবাদ জানান। উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ।