ক্রাইম রিপোর্টার: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক কেজি ৮৯৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ ইয়াকুব আলী (৫৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৯ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে তাকে আটক করা হয়। আটক ইয়াকুব আলী কলারোয়ার রাজপুর গ্রামের মৃত সাদেক সরদারের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির মাদরা বিওপি’র একটি দল ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। ভোর সোয়া ৬টার দিকে ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১.৮৯৫ কেজি। মূল্য প্রায় এক কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.