সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হোসেন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৩ এপ্রিল সকাল ১০ টা ঘটিকায়। জানা যায়, এক রোগীর আত্মীয় হঠাৎ করেই জরুরি বিভাগে প্রবেশ করে ডা. তানভীর হোসেনের ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।আর এম ও ডা: ফায়সাল আহমেদ ঘটনাস্থলে আসেন এবং পর্যবেক্ষণ করেন। পুলিশ ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
https://youtu.be/T_wwY-xMekY?si=QsT_W7UYJOtexOKI
ঘটনার পরপরই তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও সহকর্মী চিকিৎসকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং হামলাকারী কে – তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.